র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুর ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ নং সুন্দরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাবলাবোনা গ্রামের পাগলা ব্রীজের পশ্চিমে একটি আমবাগানের কাছে অভিযান পরিচালনা করে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার কৃত ব্যক্তি চরবাগডাঙ্গার টিকরপাড়ার মৃত সাইফুদ্দিন মোড়ল ও মৃত হাওয়ানুর বেগমের ছেলে মোঃ সাদিকুল ইসলাম (৩৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এস.এম. জামিল আহমেদ এর নেতৃত্বে র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ সাদিকুলকে হাতেনাতে গ্রেপ্তার করে।
এ ঘটনায় সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। -কপোত নবী।
Leave a Reply