বরেন্দ্র নিউজ ডেস্ক :
পুরুষ সেজে এক মা তার নিজের মেয়েকে লালন-পালন করছেন। বিরল এ ঘটনাটি পাকিস্তানের। লাহোরের বাসিন্দা ফারহিনের জীবনের ল’ড়াইয়ে তাকে সাজতে হয়েছে পুরুষ। এমনকি পরতে হয়েছে পুরুষের মতো পোশাকও।
জানা গেছে, লাহোরের আনারকলি বাজারে একটি দোকান চালান ফারহিন। ৯ বছরের মেয়েকে নিয়েই জগৎ তার। পরিবারে কোনো পুরুষ উপার্জনকারী নেই। ফারহিনকেই পরিশ্রম করতে হয় উদয়াস্ত। কিন্তু বাজারের মতো জনসমাগমপূর্ণ এলাকায় একজন নারী হিসেবে নিরাপদে কাজ করা মোটেই সহ’জ নয় সেখানে। তাই ফারহিন চুল কে’টে ফেলেছেন ছোট করে। প্যান্ট পরে, পুরুষ সেজেই রোজ দোকানে বসেন তিনি। সারাদিন কাজ করে হোস্টেলে ফিরে পোশাক বদলান। ফারহিন একটি হোস্টেলেই থাকেন মেয়েকে নিয়ে।
শুধু তাই নয় সারাদিন বাজারে ব্যবসা করার পরে, সন্ধ্যায় ট্যাক্সি চালান তিনি। পাকিস্তানের মতো দেশে যেখানে নারীস্বাধীনতার আলো এখনও বেশ আবছা, সে দেশে ‘সিঙ্গেল মাদার’ শব্দটিই বিরল এবং চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জের মুখেই ল`ড়াই করছেন লাহোরের বাসিন্দা ফারহিন।
Leave a Reply