পঞ্চগড় প্রতিনিধিঃ একরামুল হক মুন্না
পঞ্চগড় সদর উপজেলার ৫নং চাকলাহাট ইউনিয়নের রত্নীবাড়ী গ্রামে মৃতঃ জমির উদ্দীন এর পুত্র মোঃ আফতাব উদ্দীন ( ১০০ ) সরকারি খাসজমির গাছ কর্তন ও রেকর্ডকৃত রাস্তা বন্ধের অভিযোগ। এলাকাবাসী জানায়, দির্ঘদিন পৃর্বে রত্নীবাড়ী গ্রাম থেকে মোলানী দিঘী প্রায় দূরুত্ব ১কিঃ মিঃ রাস্তা প্রস্থ প্রায় ১০ লিং এলাকার মানুষ চলাচল করে আশছিল। গ্রামে রাস্তা একের অধিক হওয়ায় এই রাস্তায় চলাচল কম। এই সুজুককে কাজে লাগিয়ে রাস্তার সীমানা ঘেসে মোঃ আফতাব উদ্দীন প্রায় অনেক গুলো ইউঃগাছ রোপন করেন এবং আসতে আসতে রাস্তার জমি কোদাল দিয়ে কেটে নিজের জমির সাথে এক করে ফেলেন। অনেক বছর পর গাছ বড় হলে ( ২২ফেব্রুয়ারি ২০২০ ইং) তারিখ ইউঃগাছ প্রায় ১৪ টি গাছ সাত হাজার টাকায় ( ৭০০০/-) তিনি সাবেক ইউঃপিঃ সদস্য কাঠ ব্যবসায়ী মোঃজসীম উদ্দীন এর কাছে বিক্রয় করেন। গাছ কর্তন হলে এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়।
এ ব্যপারে চাকলাহাট ইউনিয়নের চেয়ারম্যন মোঃফরহাদ হোসেন বলেন,আমি এ ব্যপারে ইউনিয়নে ভূমি কর্মকর্তা কে দায়িত্ব দিয়েছি আপনারা তার সাথে যোগাযোগ করেন।
এ ব্যপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃজামাল উদ্দীন বলেন, ঘটনা স্থলে গিয়ে দেখেছি ঘটনার সত্যতা রয়েছে। সরকারী ম্যাপে একটি রাস্তার নমুনা দাগ রয়েছে। রাস্তাটি রত্নীবাড়ী থেকে মোলানী দিঘী পর্যন্ত দৈর্ঘ্য প্রায় ১ কিঃ মিঃ, প্রস্থ্য প্রায় ১০ লিং গাছ গুলো রাস্তার সীমানায় রয়েছে। আমি কর্তনকৃত গাছ গুলো ওয়ার্ড গ্রাম পুলিশের দায়িত্বে দিয়েছি। আমি ইউনিয়নের চেয়ারম্যন এর সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নিব।
Leave a Reply