বরেন্দ্র নিউজ আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে মুসলিমবিরোধী স’হিংসতা নতুন কিছু নয়। অনেকদিন ধরেই চলছে। এবার সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে দিল্লির উত্তরপূর্বের মৌজপুরে ব্যাপক সং’ঘর্ষ হয়েছে।
দিল্লির স’হিংসতায় এখনো নিখোঁজ রয়েছেন ৭০০ মানুষ। বুধবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ভারতের পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি বলেন, দিল্লির পরিস্থিতি এখন দুঃখজনক। অজস্র গৃহহীন হয়েছেন। স্তূপে মৃ’তদেহ জমেছে। নর্দমা থেকে দেহ উদ্ধার হচ্ছে। সাতশ মানুষের এখনো সন্ধান নেই।
ভারতের দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এক জনসভায় মুখ্যমন্ত্রী দিল্লির স’হিংসতাকে ‘গ’ণহত্যা’ বলে দাবি করেন। তার কথায়, দাঙ্গা বলে চালানোর চেষ্টা হলেও আসলে গণহ’ত্যাই হয়েছে। ওটাকে কখনো দাঙ্গা বলবেন না। সব জায়গায় প্রচার করুন যে ওটা গণ’হত্যা হয়েছে।
তথ্যসূত্র : নিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply