নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি সারওয়ার জাহান ও সাধারণ সম্পাদক মোঃ ওয়াকিলুর রহমানকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। ৫ মার্চ বৃহস্পতিবার ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অব্যাহতি প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে জেলা ছা্ত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাসান ইমতিয়াজকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সম্পাদক জানিবুল ইসলাম জোসিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদাণ করা হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এ সিদ্ধান্ত ৫ মার্চ বৃহস্পতিবার হতে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে কি কারণে তাদের অব্যাহতি দেয়া হয়েছে তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
Leave a Reply