শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চশমা প্রতীকের কামালের গণসংযোগ-বরেন্দ্র নিউজ ভোলাহাটে রুপালী ব্যাংকের পিএলসি নতুন ভবনের শুভ উদ্বোধন‌‌-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কায়সারের গণসংযোগ-বরেন্দ্র নিউজ ভোলাহাটে নানা আয়োজনে বাংলা নববর্ষ পালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে ২ শিশুর মৃত্যু-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ৩টি মোটরসাইকেলসহ অন্তঃজেলা চোর চক্রের ৪জন গ্রেফতার-বরেন্দ্র নিউজ ঢাকাস্থ ভোলাহাট উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত -বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতরে ইফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ১০ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে সাংবাদিকদের সাথে ইফতার করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী খালেক-বরেন্দ্র নিউজ
রাবি চিকিৎসা কেন্দ্রে জনপ্রিয় ছাত্রলীগ নেত্রী ডা. অর্না যোগদানের পরেই বেড়েছে সেবার মান -বরেন্দ্র নিউজ

রাবি চিকিৎসা কেন্দ্রে জনপ্রিয় ছাত্রলীগ নেত্রী ডা. অর্না যোগদানের পরেই বেড়েছে সেবার মান -বরেন্দ্র নিউজ

প্রধান প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রে মানসম্মত চিকিৎসা সেবা পেতে আগ্রহ বেড়েছে রাবি ছাত্র-ছাত্রীদের। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অনিকা ফারিহা জামান অর্না রাজশাহী বিশ^বিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ডাক্তার হিসাবে যোগদানের পর থেকে রাবি চিকিৎসা কেন্দ্রে যেমন বেড়েছে চিকিৎসা সেবা তেমন বেড়েছে মানসম্মত চিকিৎসা সেবাও বলে জানিয়েছেন একাধিক রাবির ছাত্র-ছাত্রীরা।

রাজশাহী বিশ^বিদ্যালয়ের একাধিক ছাত্র-ছাত্রীর সাথে কথা বলে জানা গেছে, এক সময় রাজশাহী বিশ^বিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র চিকিৎসা সেবার দিক দিয়ে একদম নাজুক হয়ে পড়েছিল। ছাত্র-ছাত্রীরা চিকিৎসা সেবা নিতে তেমন আগ্রহ ছিলনা। এক মাত্র চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবার মান নিয়ে ছিল বিভিন্ন অভিযোগ রাবির ছাত্র-ছাত্রীদের। চিকিৎসা সেবা নিতে তেমন ভরসা পেতেন না শিক্ষার্থীরা। এ কারনে বেশির ভাগ শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটতেন প্রায় শিক্ষার্থীরা। চিকিৎসা সেবার নেয়াতো দূরের কথা রাবি চিকিৎসা কেন্দ্রে গেলে একটি কাক-পাখিও দেখা যেত না। রাবি চিকিৎসা কেন্দ্র নিয়ে বিভিন্ন গনমাধ্যমে একাধিক সংবাদও প্রকাশ হয়েছে। রাবির চিকিৎসা কেন্দ্রের সেবার বেহাল দশা এমন অভিযোগ ছিল ছাত্র-ছাত্রীদের পাহাড় সোমান।

রাজশাহী বিশ^বিদ্যালয়ের মনিরুল ইসলাম নামের এক ছাত্রের সাথে কথা বলে তিনি জানান, বেশ কিছু দিন আগে রাজশাহী বিশ^বিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ব্যহাল অবস্থা ছিল। চিকিৎসা সেবার মান ছিল খুব বাজে অবস্থা। এ জন্য বেশির ভাগ সময় চিকিৎসা কেন্দ্রে যে চাইতেন না ছাত্র-ছাত্রীরা। বেশ কিছু দিন আগেও রাবির চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এই নিয়ে ক্ষোভ রয়েছে শিক্ষক-শিক্ষার্থী মহলে। একাধিক বার গণমাধ্যমে এই চিকিৎসাকেন্দ্রে সেবার মান নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখে সম্ভাব্য সমাধানের উদ্যোগ নিয়েছে প্রশাসন।

এর পরে, ততকালিন রাবির উপাচার্য এম আব্দুস সোবহানের নির্দেশে উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগগুলো লিপিবদ্ধ করে নেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর তিনি মেডিকেল সেন্টারের সকল বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. মো তবিবুর রহমান শেখ এর সাথে শিক্ষার্থীদের নানান অসুবিধা সমূহ নিয়ে আালাপ করেন এবং শিক্ষার্থীদের মানসম্মত চিকিৎসার দেয়ার নির্দেশ দেন।

ওই সময় উপ-উপাচার্য অধ্যাপক জাকারিয়া সাংবাদিকদের বলে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের যথাযথ চিকিৎসা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে মেডিকেল সেন্টারের চিকিৎসার মান নিয়ে লেখালেখি পাওয়া যায় যা বিশ্ববিদ্যালয়ের মান ক্ষ্ণ্নু করে। শিক্ষার্থীদের অভিযোগের পরিপেক্ষিতে অতি দ্রুত সমস্যাগুলোর সমাধান করা হবে। এবং নতুন চিকিৎসক নিয়গ দেয়া হবে দ্রুত বলে জানিয়েছিলেন তিনি।

তার কিছু দিন পরে, রাজশাহী বিশ^বিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক হিসাবে যোগদান করেন উত্তর বঙ্গের জনপ্রিয় ছাত্রলীগ নেত্রী, তরুন প্রজন্মের খুব পরিচিত সাবেক বাংলাদেশ ছাত্রলীগের কেন্দীয় কমিটির সহ-সভাপতি অনিকা ফারিহা জামান অর্না।

বিশ্ববিদ্যালয়ের মেডিকলে সেন্টারের এক চিকিৎসক ও রাবির একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা জানান, জাতীয় চার নেতার অন্যতম বঙ্গবন্ধুর সহচর রাজশাহী রুপকার শহীদ কামারুজ্জামান এর ভূমি হিসাবে রাজশাহী পরিচিত। শহীদ কামারুজ্জামানের সুযোগ্য সন্তান রাজশাহীর সফল মেয়র আধুনিক রাজশাহীর রুপকার এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী উন্নয়নে রাজশাহীতে শহীদ কামারুজ্জামানের পরিবার র্শীষে। বর্তমান রাজশাহী শিক্ষা নগরী ও আধুনিক রাজশাহী, গ্রীন সিটি সব সুনাম শহীদ কামারুজ্জামানের পরিবার ও তার সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটনের। তার বড় মেয়ে ছোট থেকে মানুষের সেবায় ও রাজপথে থেকে ছাত্রলীগের রাজনিতির সাথে জাড়িত। ডাক্তারি পড়া লিখা শেষ করে একজন জনপ্রিয় ছাত্রলীগের নেত্রী অনিকা ফারিহা জামান অর্না কিছু দিন আগে রাজশাহী বিশ^বিদ্যালয়ের এক মাত্র চিকিৎসা কেন্দ্রে ডাক্তার হিসাবে যোগদান করেন।

তারা আরো বলেন, জনপ্রিয় ছাত্রলীগের নেত্রী অনিকা ফারিহা জামান অর্না রাবিতে চিকিৎসক হিসাবে যোগদানের পরে বেড়েছে রাবির চিকিৎসা কেন্দ্রের চিকিৎসা সেবার মান। এখন প্রায় ছাত্র-ছাত্রী চিকিৎসা সেবা নিতে আগ্রহী রাবি চিকিৎসা কেন্দ্র থেকে। তাছাড়া ডাক্তার অর্না সব সময় চিকিৎসা সেবা দেয়ার জন্য কেন্দ্রে থাকেন। তার চিকিৎসা সেবায় ভরসা পেয়েছে ছাত্র ছাত্রীরা। চিকিৎসা সেবা নিতেই রাবি চিকিৎসা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের আসা যাওয়া বেড়েছে বলে জানান শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT