বরেন্দ্র নিউজ স্পোর্টস ডেস্ক :
জিম্বাবুয়ের দশম ব্যাটসম্যান চার্লটন শুমা সরাসরি বোল্ড হওয়ার সাথে সাথে শেষ হয়ে গেলো বাংলাদেশের ক্রিকেটে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার লম্বা অধ্যায়। বিদায়টা এমন হবে তাহয়তো মাশরাফি নিজেও ভাবেননি। আর কখনও বাংলাদেশের হয়ে টস করতে দেখা যাবে না মাশরাফিকে।
ম্যাচ শেষ হওয়ার পর উইকেটের পাশে অধিনায়ক মাশরাফিকে বিদায়ী অভিবাদন জানান দলের সব খেলোয়ার। একটু বেশিই যেনো আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তামিম ইকবাল। দেশসেরা ওপেনার কিছুক্ষণ জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলেন ম্যাশকে।
এক পর্যায়ে জিম্বাবুয়ের ডাগআউটের কাছ থেকে মাশরাফিকে কাঁধে তুলে নেন তামিম, পাশে থাকেন মিরাজ-সাইফরা। তামিমের কাঁধে চড়েই নিজেদের ডাগআউট পর্যন্ত যান মাশরাফি।
পরে দলের সব খেলোয়াড় ঢুকে যান প্যাভিলিয়নে। বের হন একই জার্সি পরে।যার সামনে লেখা ছিলো ‘থ্যাংক ইউ ক্যাপ্টেন’ এবং পেছনে মাশরাফির নাম ও জার্সি নম্বর। ম্যাশকে সম্মান জানাতে এমনটা করেন সতীর্থরা। এছাড়া সবার সাক্ষর করা একটি জার্সিও উপহার দেয়া হয় মাশরাফিকে। পরে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বিশেষ স্মারক তুলে দেন বিদায়ী অধিনায়কের হাতে।
Leave a Reply