মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছেলেধরা গুজবে বিভ্রান্ত না হতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে নাচোল থানা পুলিশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে উপজেলার রাজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ,রাজবাড়ি উচ্চ বিদ্যালয়,হাটবাকইল সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,খেসবা দাখিল মাদ্রাসা,ফুরশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনাতমূলক সভায় বক্তব্য রাখেন নাচোল থানার ওসি চৌধুরি জোবায়ের আহাম্মদ । এ সময় ওসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,ছেলে ধরা গুজবের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। পদ্মাসেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে- এটি সম্পূর্ণ গুজব। এ ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, কেউ যেন ছেলেধরা সন্দেহে কাউকে গণধোলাই না দেন । সন্দেহভাজন কোন ব্যক্তিকে দেখলে নিকটস্থ থানায় কিংবা
পুলিশ হেল্প লাইনে যোগাযোগ করারও পরামর্শ দেন শিক্ষার্থীদের । তারপরও এ ধরনের গুজব ছড়িয়ে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা। নাচোল থানার ওসি চৌধুরি জোবায়ের আহাম্মদের অক্লান্ত প্রচেষ্টায় গত এক সপ্তাহ ধরে উপজেলার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে নাচোল থানা পুলিশ। নাচোলে এখন পর্যন্ত গুজবে কোন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। বর্তমানে নাচোল থানার পরিবেশ শান্ত রয়েছে।
Leave a Reply