নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে আগামী ৩ আগস্ট শনিবার বিকেলে পৌরসভা পার্কে জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার অনুমোদিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।
জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. মাহবুব হাসান (্ঋতু) জানান, পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন-বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মইনুদ্দীন মন্ডল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সফল সংসদ সদস্য আব্দুল ওদুদ।
জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহŸায়ক মো. শহীদুল ইসলাম রানা অনুষ্ঠিত পরিচিতি সভাটি সভাপতিত্ব করবেন।[কপোত নবী-৩০-০৭-১৯]
Leave a Reply