নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে ফাইল ক্যাবিনেটের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পড়ে থাকতে দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা সুলতানা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। অন্য একটি বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গেলে এ দৃশ্য তাদের চোখে পড়ে তাদের। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনে এমও (এমসিএইচ-এফপি) নিয়ন্ত্রিত একটি কক্ষে পরিবার পরিকল্পনা কার্যালয়ের ফাইল, আলমারি ও কিছু ওষুধপত্র নিরাপত্তার জন্য রাখা ছিল। গত রবিবার সকালে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা পাপিয়া সুলতানার নির্দেশে হাসপাতালের সুইপার সঞ্জয় ওই কক্ষের তিনটি তালা ভেঙে ফেলেন। তালা ভাঙার বিষয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাদিকুল ইসলামকে কোনোরকম নোটিশ করা হয়নি বলে চিঠিতে উল্লেখ রয়েছে।
ওই ঘটনাটি সোমবার সরেজমিন পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান ও ইউএনও। পরিদর্শনকালে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার কার্যালয়ের সামনের স্টোর রুমে ফাইল ক্যাবিনেটের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন তারা।
এ সময় চেয়ারম্যান স্বাস্থ্য ও প.প. কর্মকর্তাকে তীব্র ভর্ৎসনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর ছবির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য স্বাস্থ্য ও প.প. কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।
Leave a Reply