দেশের সর্ববৃহত্তর ও আন্তর্জাতিক খ্যাত আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের কানসাটের নামে প্রতিষ্ঠিত এবং সংবাদ প্রকাশে চাঁপাইনবাবগঞ্জকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠিত একমাত্র অনলাইন নিউজ পোর্টাল “কানসাট নিউজ ২৪ ডট কম” এর নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপদেষ্টা পরিষদ গঠনের লক্ষ্যে আলোচনা সভায় শিবগঞ্জ উপজেলার কানসাট-পুখুরিয়ায় নিউজ পোর্টালে প্রকাশক ও সম্পাদক মোহা. ইমরান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেনাউল ইসলাম।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান মো. বেনাউল ইসলামকে প্রধান উপদেষ্টা ও এ্যাড. আব্দুল মালেক কে আইন বিষয়ক উপদেষ্টা করে ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যগণ হলেন, ডা. তড়িৎ কুমার সাহা, শ্রী কুনাল মুখার্জি, সাবেক ওয়ার্ড সদস্য মো. তাজেরুল ইসলাম, সমাজসেবক আবুল কালাম আজাদ, মো. সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সেতাউর রহমান, সিনিয়র সাংবাদিক মো. হারুন অর রশিদ, সমাজসেবক শামসুর রহমান (বাবু), ওয়ার্ড সদস্য মো. আনারুল ইসলাম, সমাজসেবক মো. আব্দুল বাতেন ও মো. আব্দুর রাজ্জাক।
সভায় কানসাট নিউজ ২৪ ডট কম এর সার্বিক উন্নয়ন ও আগামীতে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে সারাদেশে উন্নয়নমূলক চিত্র তুলে ধরে দেশকে আরো উন্নয়নের দিকে এগিয়ে যেতে সংবাদকর্মীদের পরামর্শ্য দেয়া হয়।
উল্লেখ্য, অনলাইন নিউজ পোর্টাল “কানসাট নিউজ ২৪ ডট কম” ২০১৩ সাল থেকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে আসছে। আগামীতেও এর ধারাবাহিকতা থাকবে বলেও উপদেষ্টা পরিষদ সম্মতি প্রকাশ করেন। এছাড়া এই অনলাইন নিউজ পোর্টালের সকল পাঠককে সাথে থাকার জন্য ধন্যবাদ ও আমাগীতেও সাথে থাকার আহ্বান জানানো হয়।
Leave a Reply