নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে গতকাল শুরু হওয়া বাণিজ্য মেলায় মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার অনলাইন বাজার মধুমতি হাট ডট কম এর স্টলে দর্শকদের ব্যাপক সাড়া পড়েছে ।
আজ মঙ্গলবার মেলার দ্বিতীয় দিনে মেলায় দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে । বিভিন্ন সংস্থা ও সংগঠনের বিভিন্ন প্রকার উপকরন ও থীম প্রদর্শনীর মধ্যে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার মধুমতি হাট ডট কম এর প্রতি দর্শকদের আকর্ষন ছিল যেন অন্য রকম ।
ঘরে বসেই নিত্র প্রয়োজনীয় দ্রব্য হাতের নাগালে পাওয়ার এ যেন এক সুবর্ণ সুযোগ । মধুমতি হাট ডট কম এর ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, মেলার শুরু থেকেই আমাদের স্টলের অনলাইন বাজারে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি ।
বর্তমানে আমরা আমাদের অনলাইন বাজারের বৈশিষ্ট্য ও সার্বিক সুযোগ সুবিধা সহ পণ্য ক্রয়ের নিয়ম নীতি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করে যাচ্ছি, যাতে দর্শকদের বিষয়টি জানতে ও বুঝতে সুবিধা হয় ।
Leave a Reply