নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুইটি ওয়ার্ডে ২ কোটি ৭৫ লাখ টাকার তিনটি ড্রেনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে পৌর এলাকার ১০নং ওয়ার্ডের চৌমহনী এলাকায় এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুল কাদির।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ সাইদুর রহমান, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, টিএলসিসি সদস্য ও ক্রীড়াবিদ মোঃ আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ নুরুল ইসলাম মিনহাজ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মমরেজ আলী, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন পিন্টু, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারেক, সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ রোকুনুজ্জামান, টাউন প্লানার মোঃ ইমরান হোসেন, সাবেক কাউন্সিলর শরিফা খাতুন বেবীসহ ৯ ও ১০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply