ব্যুরো প্রধান রাজশাহী:
রাজশাহীর পবা উপজেলার রহমান কোল্ড স্টোরের সামনে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম আব্দুস সালাম ( ৪৫)। তিনি পবা উপজেলার নওহাটা পৌরসভার মধুসূদনপুর গ্রামের বাসিন্দা। পরে পুলিশ গিয়ে নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ব্যবস্থা করে।
এ ঘটনায় আরো ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার নাম বাবু (৩৫)। তিনি একই এলাকার বাসিন্দা। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ওই ব্যক্তির দুই পা চূর্ণ-বিচুর্ণ হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় ঘটনাস্থলেই। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।
Leave a Reply