ব্যুরো প্রধান রাজশাহী: রাজশাহীর বাঘায় স্কুলব্যাগ থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজসহ পলাশ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বাঘা পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। পলাশের বাড়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় বলে জানা গেছে।
বাঘা থানা পুলিশের একটি সূত্র জানায়, শুক্রবার দুপুরে বাঘা থেকে ঢাকা গামী বাসের অপেক্ষায় বাঘা পৌর মোড়ে স্কুল ব্যাগ ঘাড়ে করে দাড়িয়ে ছিল পলাশ আহাম্মেদ (২০) নামে এক যুবক। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগ তল্লাশী করে বাঘা থানার উপ-পরিদর্শক সইবুর। এরপর সেই ব্যাগ থেকে বেরিয়ে আসে একটি কোল বালিশ। সেটি খোলার পর তার মধ্যে পাওয়া যায় সাড়ে পাঁচ কেজি গাঁজা।
পলাশ জানায়, তার বাবার নাম কামাল শেখ। গ্রাম ভাগজোত , উপজেলা -দৌলতপুর, জেলা কুষ্টিয়া। সে এই প্রথম অর্থের প্রয়োজনে এক ব্যাক্তির প্ররোচনায় ওই ব্যাগটি ঢাকায় পৌছে দেয়ার কন্টাকে বাঘায় এসছিল। কিন্তু বাস আসার পুর্বেই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বাঘা থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, আটক পলাশ আহাম্মেদ তার অপরাধ স্বীকার করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে একটি মামলা হচ্ছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply