নিজস্ব প্রতিনিধি: পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর” প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা বাস্তবায়ন এবং মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে রাজশাহীর বাঘাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ ক্যাম্পাসে এই কর্মসূচী পালন করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন রেজা। এ সময় সাথে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা শফি উল্লাহ সুলতান, মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল জব্বার প্রমুখ । পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কালে উপজেলা ক্যাম্পাসে পড়ে থাকা সকল ময়লা-আবর্জনা তুলে নির্দিষ্ট স্থানে রাখা হয়। এর ফলে উপজেলা চত্বরে স্বাস্থ্য সম্মত পরিবেশ বিরাজ করছে
Leave a Reply