শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মহি মিজানঃ
চাঁপাইনবাবগঞ্জ,শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে “কানসাট যুব সমাজের আয়োজনে” মাদকমুক্ত সমাজ চাই ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৪ঃ০০ঘটিকায় অনুষ্ঠিত ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচে কানসাটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লেমন খেলাঘর ও নয়ন খেলাঘর অংশগ্রহণ করেন।
১৪ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নয়ন খেলাঘরের দলীয় অধীনায়ক মোঃ নয়ন
পাশা ও সাব্বিরের ব্যাটি তান্ডবে, শেষ দিকে সুমনের সাইক্লোন ইনিংসের উপর নির্ভর করে নির্ধারিত ১৪ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৪৭রান সংগ্রহ করে।
নয়ন খেলাঘরের পক্ষে সুমন ৪২*(২৪),পাশা ৩২(২৩),সাব্বির ৩২(২০)
লেমন খেলাঘরের পক্ষে তরিকুল ১টি ও ইসমাইল ১টি উইকেট পান।
১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২য় ওভারে লেমন খেলাঘরের সহঅধীনায়ক ইসমাইলের উইকেট হারিয়ে বিপদে পরে যায়,দলের হাল ধরেন রিদয় ও লেমন।
রিদয় ৩৩(২৩),লেমন ৩৮(৩২)শেষদিকে রেজওয়ান কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন, রেজওয়ান করেন ২৩(১৭),শেষ পর্যন্ত ১৪ওভার খেলে ৪উইকেট হারিয়ে ১২৫ রান করতে সক্ষম হয় লেমন খেলাঘর।
নয়ন খেলাঘরের পক্ষে সুমন ৩টি ও নয়ন ১টি উইকেট লাভ করেন।
নয়ন খেলাঘরের দুর্দান্ত বোলিংয়ে ২২রানের জয় পাই নয়ন খেলাঘর।
ম্যাচ সেরা হয় নয়ন খেলাঘরের সহঅধীনায়ক সুমন।
Leave a Reply