এ আই রবি, রাজশাহী ব্যুরো:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালে রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্তে নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ও হেরোইন জব্দ করা হয়।
শনিবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে বিজিবি’র ১ ব্যাটালিয়ন এর আলাইপুর এর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে মীরগঞ্জ বিওপি ক্যাম্প কমান্ডার ও আলাইপুর বিওপির যৌথ অভিযানে পাঁচ সদস্যের একটি টহল দল বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর (চাইপারা) নামক এলাকায় টহল পরিচালনা করে। টহল পরিচালনাকালে একজনের গতিবিধি সন্দেহজনক হওয়াই বিজিবি টহল দল তার পিছু নেয় এসময় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ভানুকর গ্রামের নছের মণ্ডলের ছেলে তোফাজ্জল হোসেন ওরফে তুফান (৫০) আটক করতে সক্ষম হন।
এসময় বিজিবির টহলদল তার নিজ বাড়ির একশো গজ পূর্ব দিকের আম বাগানের জঙ্গলে তার ফেলে যাওয়া ব্যাগ হতে ১৩৫ পিস নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ইয়াবা ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৬ হাজার ৫০০শত টাকা।
এদিকে এলাকাবাসী বলেন এই কম্পের বিজিবি সদস্যগনের তৎপরতায় বীরগঞ্জ আলাইপুর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান কমে এসেছে। যত্রতত্র নেশাগ্রস্ত লোকের সংখ্যা কমে গেছে। এলাকাবাসী এ ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান।
Leave a Reply