নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : করোনা ভাইরাসের জন্য দেশে চলমান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ বন্ধকালীন সময়ে শ্রেণির পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য “সংসদ বাংলাদেশ টেলিভিশন” এ বিষয় ভিত্তিক ক্লাস পরিচালনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এরই প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অভিভাবক ও শিক্ষার্থীদের জানিয়েছেন। রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অবগত করার বিষয়টি নিশ্চিন্ত হওয়া গেছে।
আরো জানা গেছে, নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার (সংযুক্ত) অনুযায়ী, আগামী ২৮ মার্চ সকাল ৯ টায় এ কার্যক্রম শুরু হবে। তবে হামিদুল্লাহ স্কুলে ২৯ মার্চ থেকে শুরু হবে।
শিক্ষার্থীদের পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের উপর বাড়ির কাজ দিবেন। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে। এই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।
রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. শাহ্ আলম জানিয়েছেন, সকল অভিভাবককে নিজ গৃহে নিজ সন্তানদেরকে টেলিভিশনের পর্দায় পাঠ গ্রহণে বাধ্য করার জন্য অনুরোধও করা হয়েছে। -কপোত নবী।
Leave a Reply