নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম তেলকুপি থেকে ৮০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেল ৪ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম এ অভিযান চালায়।
সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন জানান, গোপন সূত্রে খবর আসে শিবগঞ্জ তেলকুপি গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমান ফেন্সিডিল মজুদ আছে। খবর পাবার পর পরিদর্শক রায়হান আহমেদ খান এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স ঐ এলাকার শাজাহান নামে এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে পরে একটি ফসলি মাঠে লুকিয়ে রাখা ২টি গর্তের ভেতর থেকে ৩২টি ফেন্সিডিল ভর্তি বস্তা উদ্ধার করা হয়। মোট ৮০০ বোতল ফেন্সিডিল জব্দ।
আনিছুর রহমান খাঁন আরো জানান, শাজাহান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বহুদিন থেকে ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িত এবং নারীর মাধ্যমে ঢাকায় ফেন্সিডিল চালান পাঠাতো।
গ্রেফতারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার তেলকুপি খাবার টোলা এলাকার মৃত কয়েশ উদ্দিনের ছেলে মো. শাজাহান (৩৮)। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
-কপোত নবী-০৪-০৮-১৯
Leave a Reply