নিজস্ব প্রতিবেদক:
’প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, সবার জন্য বাসস্থান’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে গুচ্ছগ্রাম ২য় পর্যায় প্রকল্পেরর আওতায় বাইসাপুকুরে গুচ্ছগ্রামে ভূমিহীন ৪০টি দরিদ্র পরিবারকে পুর্নবাসনের লক্ষে নির্মাণকৃত ঘর ও জমির মালিক মালিকানার দলিল (কবুলিয়ত) হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাকসুদা খাতুন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভিন, সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, ভোলাহাট থানার ওসি নাসির উদ্দিন, উপসহকারী প্রকৌশলী মুনিমুল হক ভাইস চেয়ারম্যান গরিবুলাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুনসহ অন্যান্যরা ।
এর আগে ফিতা কেটে গুচ্ছগ্রামের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক । এছাড়া গত সপ্তাহে জেলা প্রশাসনের উদ্যোগে ভূমিহীন পরিবারের চার শিক্ষার্থীর মাঝে ২০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
Leave a Reply