বরেন্দ্র নিউজ, পঞ্চগড় থেকে মোঃ একরামুল হক মুন্না
পঞ্চগড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নামায পড়া নিয়ে মুসল্লিদের কটুক্তির এক পর্যায়ে মন্তব্যের ঘরে (কমেন্টে) মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) নিয়ে অশ্লীল মন্তব্য ও কটূক্তি করার দায়ে রাইয়ান হুদা অমিত (২৪)
নামে এক যুবককে আটক করেছে পঞ্চগড় পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তার নিজ বাসা পঞ্চগড় পৌর এলাকার মিঠাপুকুর হতে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সূদর্শন কুমার রায়ের নেতৃত্বে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল আটক করে তাকে।
আটক কৃত রাইয়ান হুদা অমিতের বাড়ি পঞ্চগড় পৌর এলাকার মিঠাপুকুরে। সে রংপুর কারমাইকেল কলেজের
সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। সে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর
ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক নুরুল হুদার পুত্র।
জানা যায়, রাইয়ান হুদা অমিত দীর্ঘদিন ধরে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে আসছিলো। গতকাল ফেসবুকে তার পোস্ট,
কমেন্টগুলো মূহুর্তেই ভাইরাল হলে ধর্মপ্রাণ মুসল্লীরা অবিলম্বে তাকে গ্রেফতার করে শাস্তি প্রদানের দাবি জানায়। এরই প্রেক্ষিতে আজ দুপুরে তার বাসা থেকে আটক করা হয় তাকে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সূদর্শন কুমার রায় বরেন্দ্র নিউজ কে জানান, ইসলাম ধর্ম ও মহানবী (সাঃ)
নিয়ে কটূক্তি করার দায়ে এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply