রাজশাহী ব্যুরো: রাজশাহীতে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে সোমবার মোট পাঁচজনের নমুনায় করোনা শনাক্ত হয়। এর মধ্যে রাজশাহীর তিনজন।
একজন চাঁপাইনবাবগঞ্জের এবং অন্যজন জয়পুরহাটের বাসিন্দা। প্রথমবার করোনা শনাক্ত হলো চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহী জেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো আটজন।
রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, সোমবার পুঠিয়া উপজেলায় শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগির দুজনই নারী। তাদের বয়স যথাক্রমে ২৫ ও ২৬ বছর। একজনের বাড়ি উপজেলার তারাপুর গ্রামে। অন্যজনের বাড়ি ধোপাপাড়া গ্রামে। একজন ঢাকা এবং অন্যজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন।
রাজশাহীর নতুন শনাক্ত আরেকজনের বাড়ি জেলার বাঘা উপজেলায়। তিনি রাজশাহীর সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালের করোনা ওয়ার্ডেই চিকিৎসাধীন। পুঠিয়ার দুই নারীকে বাড়িতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে। তাদের বাড়িগুলোও লকডাউন করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয় পুঠিয়া উপজেলায়। এরপর পুঠিয়া উপজেলায় আরও দুইজন এবং মোহনপুর ও বাগমারা উপজেলায় একজন করে ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়।
সোমবার পুঠিয়ায় আরও দুইজন করোনা পজিটিভ নারী শনাক্ত হলেন। আক্রান্তরা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজিপুর থেকে ফিরেছেন। করোনা প্রতিরোধে রাজশাহী এখন লকডাউন।
Leave a Reply