চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বীর শেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন সেতুর
বারঘরিয়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২১২ বোতল ফেন্সিডিলসহ ১
ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
আটককৃত ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ীর
উপজেলার প্রেমতলী হরিণবিশকা এলাকার ফজলুর রহমানের ছেলে আল-আমীন (৩০)।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বিজিবির ৫৯ রহনপুর ব্যাটালিয়নের সদস্যরা
আল-আমীনকে আটক করে।
রাত ৯টার দিকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের
ভিত্তিতে বিজিবির ৫৯ রহনপুর ব্যাটালিয়নের একটি টহল দল নায়েক মো. মুকুল
হোসেনের নেতৃত্বে ভোর সাড়ে ৪টার দিকে মহানন্দা সেতুর চেকপোস্ট এলাকায়
সন্দেহভাজন এক ব্যক্তির ইজিবাইক তল্লাশি করে।
এসময় ২১২ বোতল ফেন্সিডিলসহ
ইজিবাইকের মালিক আল আমীনকে আটক করে বিজিবি। আটককৃত ফেন্সিডিলের আনুমানিক
মূল্য ৮৪ হাজার ৮০০ টাকা।
[কপোত নবী-০৮-০৮-১৯]
Leave a Reply