স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৩টি নতুন ভবন নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকি ৭৪টি স্কুলের টেন্ডার প্রক্রিয়া পর্যায়ক্রমে সম্পন্ন হবে বলে জানা গেছে। এ জন্য উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
আব্দুল ওদুদ এমপি থাকাকালীন সময়ে শিক্ষার মান বাড়াতে এ সব বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিলেন। যার দরুণ ৩৩টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়। অচীরেই এসব বিদ্যালয়ে কাজ শুরু হবে বলে জানা গেছে।
৩৩টি নতুন ভবন নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সে গুলো হচ্ছে, চর আলাতুলী কোদালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাটাইডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষীনারায়নপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিয়াড় ধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাই মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমনুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবীনগর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষীণ চরাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেহাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারামপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহারাজপুর হেরাশ মন্ডল টোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুলিশ লাইন রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবীনগর বিশ্বাসটোলা রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পাড়ালটোলা রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, আমনুরা তৌফির উদ্দীন স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, চর-শেখালীপুর রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
নরেন্দ্রপুর উত্তরপাড়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালটুলী রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মহারাজ নগর রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাটাপাড়া-১ রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, এমএইচটোলা রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুনপাড়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণচরি মির্জাপুর রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপীনাথপুর রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
[-কপোত নবী, ০৮-০৮-১৯]
Leave a Reply