ব্যুরো প্রধান রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার দক্ষিণ গাঁওপাড়া গ্রামের আব্দুস সোবহান (৮০) নামের এক করোনা আক্রান্ত রোগীর রাজশাহী সংক্রামক ব্যাধি (আইডি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার সকাল পৌনে আটটার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ বলেন, সোবহানের শ্বাসকষ্ট ছিল। গত কয়েকদিন আগে তার অবস্থার অবনতি ঘটে। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত উপায়ে তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে খবর দেওয়া হয়েছে বলেও জানান ডা. আজিজুল হক আজাদ।
আব্দুস সোবহান পেশায় একজন কুলা বিক্রেতা ছিলেন। সম্প্রতি তিনি আশাপাশের গ্রামে গিয়ে তার তৈরি সামগ্রী বিক্রি করেছেন। এরপর তিনি অসুস্থ্য হয়ে পড়েন। এ নিয়ে করোনা শনাক্ত হওয়া আটজন রোগীর মধ্যে সোবহান আলীরই সংক্রমণের উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা। বাকি সাতজন এসেছেন ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজিপুর থেকে। সোবহানের মৃত্যুর মধ্য দিয়ে রাজশাহীতে প্রথম করোনা আক্রান্ত কারও মৃত্যু হলো।
বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আক্তারুজ্জামান বলেন, ওই বৃদ্ধ গত ১২ ও ১৪ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হি:বিভাগে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক অবস্থায় তিনি নিজেকে অ্যাজমা রোগী দাবি করেন। এরপর পরীক্ষা-নিরীক্ষায় তার টাইফয়েড ধরা পড়ে। ১৭ এপ্রিল তার অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চলে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির তিন দিন পর আব্দুস সোবহানের এক্স-রে করার পর করোনার লক্ষণ ধরা পড়ে। এরপর তার নমুনা সংগ্রহ রাজশাহী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর
সন্ধ্যায় তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর আব্দুস সোবহানকে পাঠানো হয় রাজশাহী আইডি হাসপাতালের আইসোলেশনে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।
Leave a Reply