বরেন্দ্র নিউজ ডেস্ক :
চলে গেলেন বলিউডের অভিনেতা ইরফান খান। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন ইরফান খান। হঠাৎ করে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। বুধবার সকালে তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।
২০১৮ তে নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পরে ৫৪ বছর বয়সি অভিনেতার। এরপর একবছর বিদেশে থেকে চিকিৎসা করেছিলেন। মার্চ মাসে মুক্তি পায় ইরফানের আংরেজি মিডিয়াম। তখনও শরীর অসুস্থ ছিল বলে তাকে প্রচারে দেখা যায়নি। যদিও করোনার কবলে কয়েকদিন পরই বন্ধ হয়ে যায় এই ছবির প্রদর্শন।
মঙ্গলবার মুম্বইয়ের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই নানা জল্পনা শুরু হয়েছিল বলি-ইন্ডাস্ট্রিতে। আর সেই জল্পনাই বুধবার সকালে সত্যি হয়ে গেল। জানা গিয়েছে, ঐ হাসপাতালে রয়েছেন স্ত্রী সুতপা শিকদার ও তার দুই ছেলে।
নিজের অভিনয় দক্ষতার কারণে ভারত ছাড়াও বাংলাদেশে বেশ জনপ্রিয় ছিলেন এই বিশ্বনন্দিত অভিনেতা। এছাড়াও মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত বাংলাদেশি ‘ডুব’ সিনেমায় অভিনয়ের কারণে এদেশে তার কদরে ভিন্নমাত্রা যোগ হয়।
Leave a Reply