নিজস্ব প্রতিবেদ, মোঃ মাসুদ রানা পাইলট:
প্রতিবারের মতো এবারো বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ উপহার সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে নিহত ও গুম হওয়া ছাত্রদল নেতাকর্মীদের পরিবারের কাছে পৌছে দেয়া হয়েছে।বুধবার (২৯ শে এপ্রিল) দিনব্যাপী এসব নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে উপহার সামগ্রী পৌছে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসান ইমতিয়াজ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জানিবুল ইসলাম জোসিসহ জেলা ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।
২০০৬ সাল থেকে এ পর্যন্ত রাজনীতি করতে গিয়ে সারাদেশে নিহত এবং নিখোঁজ হওয়া নেতাকর্মীদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়। এবারো তার ব্যতিক্রম হয়নি। চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের পরিবারের কাছে এসব উপহার সামগ্রী পৌছে দেয়ার দায়িত্ব পান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জানিবুল ইসলাম জোসি।
এ সময় জোসি বরেন্দ্র নিউজ কে বলেন, গত এক যুগে বিএনপি’র রাজনীতি করতে গিয়ে দেশব্যাপী নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। অনেককে খুন করা হয়েছে, অনেক নেতাকর্মীকে করা হয়েছে গুম।
এসব খুন হওয়া নেতাকর্মীদের অসহায় পরিবারগুলোর কাছে ঈদ উপহার দিয়ে থাকেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আমরা তার এই উপহার সামগ্রী অসহায় সেই পরিবারগুলোর কাছে পৌছে দিয়ে থাকি। প্রতি বছরের মতো এবারও আমরা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর কাছে ঈদ উপহার পৌছে দিয়েছি। বর্তমান স্বৈরাচারী সরকারের নির্যাতনে শহীদ হওয়া নেতাকর্মীদের রক্তের ঋণ শোধ করতে আমরা আমৃত্যু রাজপথে লড়াই চালিয়ে যাবো।
তারেক রহমানের ঈদ উপহার পাওয়া পরিবারগুলো মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভবানিপুর গ্রামের নিহত রবিউল হকের পরিবার, শিবগঞ্জ উপজেলা চতুরপুর গ্রামের নিহত আসাদুজ্জামান সুজন এর পরিবার, শ্যামপুর ইউনিয়ন বাজিতপুর গ্রামের নিহত মতিউর রহমান এমের পরিবার, কানসাট ইউনিয়ন পুকুরিয়া গ্রামের নিহত রুবেল মৃধার পরিবার এবং শাহবাজপুর ইউনিয়ন পারদিলালপুর গ্রামের গুম হওয়া রেজাউল করিমের পরিবার।
Leave a Reply