নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আবারোও ডেঙ্গু আক্রান্ত রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ আগষ্ট রবিবার প্রেরণ করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগী ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের আমিনুল ইসলামের ছেলে রুবেল আলী(২২)। তিনি ঢাকার বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি করেন। ঈদের ছুটি নিয়ে রবিবার বাস যোগে বাড়ী ফিরেন তিনি। বাড়ী আসার পূর্বে ১০ আগষ্ট শনিবার ঢাকার ইবনে সিনায় চিকিৎসা করান এবং পরীক্ষা-নিরীক্ষা করিয়ে কাগজপত্র না নিয়েই চলেছেন। পরে তার বন্ধু মোবাইলের মাধ্যমে পরীক্ষার কাগজপত্র পাঠালে ডেঙ্গু আক্রান্ত বলে পরীক্ষায় উল্লেখ করা হয়। তিনি জরুরী ভিত্তিতে আজ ১১ আগষ্ট রবিবার বিকেল সাড়ে ৫ টার সময় ভোলাহাট হাসপাতালে গেলে দায়িত্বরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। এর পূর্বে উপজেলার হাউসপুর গ্রামের ঢাকায় কর্মরত থাকা অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হলে বাড়ী চলে আসে। তিনিও ভোলাহাট হাসপাতালে চিকিৎসার জন্য আসলে তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়
Leave a Reply