এ আই রবি, রাজশাহী ব্যুরো: করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি এড়াতে রাজশাহী কারাগার থেকে বিশেষ ক্ষমায় আওতায় সোমবার (০৪ মে) আরও ৬ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে বন্দি কমানোর উদ্যোগে তাদের মুক্তি দেওয়া হয়। এর আগে সরকারের দেওয়া শর্ত সমূহ পূরণ করে মামলায় রায়ের সময় সাজার পাশাপাশি ধার্যকৃত অর্থদণ্ড পরিশোধ করতে হয় তাদের। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের আরও ৬৫ জন কয়েদিকে মুক্তির নির্দেশ দিয়েছে সরকার। রবিবার রাজশাহী কারা কর্তৃপক্ষ এ নির্দেশনা পেয়েছে।
এ নিয়ে গত তিন দিনে মুক্তি পেল ৪৪ জন। নির্দেশনা এসেছে কিন্ত মুক্তি পাননি এমন রয়েছে আরও ৫৪ জন বন্দি। শর্তপুরণ হলেও তারাও মুক্তি পাবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ৫৪ জনের কারো কারো নামে অন্য মামলা রয়েছে। আদালত খুললে সেই বিচারাধীন মামলায় জামিন পেলে তারা মুক্তি পাবেন।কয়েকজনের জরিমানার রায়ও আছে। সেই জরিমানার টাকা পরিশোধ করলে তারা মুক্তি পাবেন। রাজশাহীর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply