বরেন্দ্র নিউজ আন্তর্জাতিক ডেস্ক :
করোনায় দেশের মতো বাহিরের দেশগুলোতেও প্রতিদিন প্রাণ হারাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশী। গতকাল(মঙ্গলবার) সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। মক্কা ও মদিনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
প্রবাসী ওই তিন বাংলোদেশি হলেন- শামসুল আলম (৪৩), মোক্তার আহমেদ (৪০) ও আবুল কাসেম দুলা মিয়া (৭০)।
খোঁজ নিয়ে জানা গেছে- আবুল কাসেম দুলা মিয়া মঙ্গলবার সকালে মক্কার আজিয়াত হাসপাতালে মারা যান। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া সদর ইউনিয়নের করাইয়া নগর এলাকায়। মক্কার কাকিয়া মার্কেটে তিনি পাইকারি ব্যবসায় করতেন।
১৫ দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মদিনার একটি হাসপাতালে ভর্তি হন শামসুল আলম। সেখানেই তার মৃত্যু হয়। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। গত ১৬ বছর ধরে তিনি সৌদি আরব বসবাস করছিলেন।
মক্কার কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোক্তার আহমেদ জাহাঙ্গীর। তিনি মিসফালায় ডায়মন্ড হোটেল কোম্পানিতে কর্মরত ছিলেন। কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার বাসিন্দা ছিলেন মোক্তার।
কেএ/বার্তাবাজার
Leave a Reply