বরেন্দ্র নিউজ আন্তর্জাতিক ডেস্ক :
মহামারি করোনা ভাইরাসে জেরবার পুরো পৃথিবী। চীনের উহান থেকে শুরু হওয়া এই ভাইরাসের থাবায় থমকে গেছে বিশ্ব। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ নাকি ডিসেম্বরে ফ্রান্সেও ধরা পরে বলে জানিয়েছে দেশটির এক চিকিতসক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত বছরের ২৭ ডিসেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত এক রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে প্যারিসের পাশেই, ওই রোগী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে পরবর্তী সময়ে শনাক্ত হয়েছেন। সেই রোগীকে চিকিৎসা দেওয়া ডাক্তার এ দাবি করেছেন।
প্যারিসের চিকিৎসক ডা. ওয়াইভেস কোহেন ফ্রান্সের সাংবাদিকদের বলেন, নিউমোনিয়ার চিকিৎসা নিলেও ওই রোগী সেরে না উঠলে পরবর্তীতে তার করোনা পরীক্ষা করা হয়। তাতে পজিটিভ ফল দেখা যায়। কিন্তু ততদিনে ওই ব্যক্তির দুই সন্তানও আক্রান্ত হন।
বর্তমানে ওই রোগী এবং তার দুই সন্তান করোনাভাইরাসের কবল থেকে সেরে উঠেছেন। তবে ঠিক কোথায় গিয়ে কার মাধ্যমে সংক্রমিত হয়েছেন তিনি, সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি।
ওই ব্যক্তির স্ত্রী কার্লেস দে গুল্লে বিমানবন্দরের পাশের একটি সুপারমার্কেটে মাছ বিক্রি করেন। মাছগুলো চীন থেকে নিয়ে আসা কিনা, সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পরে জানা গেছে, চীন থেকে নিয়ে আসা মাছ তিনি বিক্রি করেন না। এমনকি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তও হননি।
bdreport24.com
Leave a Reply