নিজস্ব প্রতিবেদক: ১৩ জুলাই মংলবার বিকেল ৫টার দিকে ভোলাহাটে আদাতলা উচ্চ বিদ্যালয় মাঠে দোলনচাঁপা মহিলা সমিতির পরিচালক দেলওয়ার হোসেনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।এ খেলায় খড়কপুর একাদশ বনাম সোনার বাংলা স্পোটিং ক্লাব অংশগ্রহণ করে।নির্ধারিত ২৫ করে ৫০ মিঃ খেলানো হয়।পরে ৫ মিঃ করে ১০ মিঃ অতিরিক্ত সময় হিসেবে খেলানো হয় কিন্তু নির্ধারিত সময়ের মধ্য কোনই দল গোল করতে না পারাই ট্রাই মাধ্যমে খড়কপুর একাদশ জয় লাভ করেন।
খেলা শেষে বিজয়ী ও পরজিত দলকে পুরস্কার তুলে দেওয়া হয়।শেষ্ঠ খেলোয়ারকে পুরুস্কৃত করা হয়।
এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন,মুশরিভুজা যুব সমিতির সভাপতি আ হ ম হাসান জাহিদ সেলিম, , আদাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বুল হোসেন, ফায়ার সারভিস ভারপাপ্ত পরিচালক আবুল কাশেম,আবু মোতালেব, আব্দুর রহমান মেম্বারখেলা পরিচালনা করেন মোঃ রকিবুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ডেংগু নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরোও বলেন, মাদক যখন চারদিকে মহামারি আকার ধারন করেছে ঠিক তখন খেলার কোন বিকল্প নেই।এ ধরনের খেলা যেন অব্যাহত থাকে।আয়োজক দোলনচাঁপা মহিলা সমিতির পরিচালক দেলওয়ার হোসেনকে ধন্যবাদ জানান।
Leave a Reply