নিজস্ব প্রতিবেদক: শিক্ষা সবার অধিকার সেবা মোদের অংগীকার এ পতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৪ আগষ্ট বুধবার শ্রাবনের বৃষ্টিকে উপেক্ষা করে নানা আয়োজনের পালিত হলো ২২তম শিক্ষা সম্মেলন।
এ্যাসোসিয়েশননে সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে, ভোলাহাট স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশনের আয়োজনে, মোহবুল্লাহ মহাবিদ্যালয় অডোটোরিয়ামে ১০টার দিকে এ উপলক্ষ্যে ১৪ই আগষ্ট বুধবার ঈদ পূণর্মিলনী বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণী অনুষ্ঠান- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।এ সময় প্রধান অতিথি ও বিশেষসহ পিএসসি, জেএসসি, জেডেএসসি,এসএসসি ওএইচ এসএসি ২২৫জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা কেষ্ট তুলে দেয়া হয়।
১৪ জুলাই বুধবার সারাদিন নানা আয়োজনে সকাল ৯.১০ মিনিটে পতাকা উত্তোলন, ৯.৪০ মিনিটে অতিথিদের আসন গ্রহন, ১০.১৫ মিনিটে পবিত্র কোরআন তেলায়াত, ১০.৩০ মিনিটে স্বাগত বক্তব্য, স্নাকত্তোর পর্যায়ের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ, ভোলাহাট উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে সংবর্ধনা, উপদেষ্টা মন্ডলীর বক্তব্য ও প্রধান প্রধান অতিথির,বিশেষ অতিথিদের বক্তব্য।
এ সময় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ ও সদস্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আলহাজ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপ্সথিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, অফিসার ইনচার্জ ভোলাহাট নাসির উদ্দিন মন্ডল, মোহবুল্লাহ কলেজের অধ্যক্ষ রহমত আলী, ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদ রানা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহতাবউদ্দি, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের,ও এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ফুয়াদ হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক থেকে সবাইকে সচেতন থাকতে হবে।তোমরা ছাত্ররা আগামী দিনের কান্ডারী, তোমাদের পরিশ্রমী হতে হবে।আমি এখনো পরিশ্রম করে চলেছি,আমি খুব ভাল ঘরে জন্মগ্রহন করিনি কিন্ত আমার কষ্ট ও পরিশ্রম আমাকে আজ এ জায়গায় পৌছে দিয়েছে।সর্বপরি আমি এখনো বড় বড় স্বপ্ন দেখছি আল্লাহ চাইলে পূর্ণ হবে ইনশাআল্লাহ। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
Leave a Reply