নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বুধবার সকালে জেলা
প্রসাশকের কার্যালয়ে চামড়া ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন জেলা প্রশাসক এ
জেড এম নূরুল হক।
বৈঠকে জেলার চামড়া ব্যবসায়ীরা জানান, প্রায় ৩০ শতাংশ চামড়া দাম না
পাওয়ায় মাটিতে চামড়া পুতে ফেলছেন অনেকেই,গত বছরের চামড়ার টাকা সম্পূর্ণ
না পাওয়ায় এবার ব্যবসায়ীরা গবাদিপশুর চামড়া কিনতে সংকোচ বোধ করছেন।এবার
ছাগলের চামড়ার দাম ২৫-৪০ টাকা,আর গরুর চামড়া ১৫০-৩০০ টাকা পযর্ন্ত।
ব্যবসায়ীরা আরো বলেন,লবণের বস্তার দাম ২০০টাকা হওয়ায় তারা কিনা চামড়ায়
পুঁজি হারানোর কথা ভেবে আরো কিনতে ভয় করছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যবসায়িরা দাম না পাওয়া এবং বেহাল অবস্থার জন্য
ট্যানারি মালিক দের দায়ী করেন। চাঁপাইনবাবগঞ্জে ছাগলের চামড়া ৩০-৪০ টাকা
এবং গরুর চামড়া ১৫০-৩০০ টাকা পযন্ত। ব্যবসায়ীরা বলেন, তারা তাদের পুরনো
টাকা না পাওয়ায় পুঁজি হীনতায় ভুগছেন। পুঁজি না থাকায় তারা এবার
চামড়া কেনায় সাহস করতে পারছে না। এ ছাড়াও তারা বলেন, এক বস্তা লবণের
দাম ২০০ টাকা যা স্বাভাবিক দামের তুলনায় অনেক বেশি। চামড়ার টাকা থেকে
অনেক দামে ক্রয় করা লবণের দাম বেশি হওয়ায় তারা তাদের পুঁজি হারানোর কথা
ভেবে চামড়া কিনতে রাজি হচ্ছে না। বৈঠকে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান, চামড়া ব্যবসায়ী সমিতির
সভাপতি মো. মনজুর হোসেন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, গণমাধ্যম
কর্মী আজিজুর রহমান শিশির, মো. ফারুক হোসেন, আশরাফুল ইসলামসহ অন্যরা ।
Leave a Reply