সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় পানিতে ডুবে আরাফাত(৬) ও নুরনবী(৬) নামের দুই শিশুর মর্মান্তিক মূত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ২ টায় উপজেলার ইটালী ইউনিয়নের বুনকুড়ি গ্রামের খাস পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত (৬) আলী আকবরের পুত্র ও নুর নবী (৬) আমিনুলের পুত্র। তারা দুজনে স্থানীয় ব্রাক স্কুলের ১ম শ্রেনীর শিক্ষাথর্ী ছিল।
স্থানীয় সুত্রে জানাযায়, নিহত আরাফাত ও নুর নবী পরস্পর মামাতো ফুফাতো ভাই। শুক্রবার দুপুরে দুজন খেলা করতে বাড়ির বাইরে বের হয়। জুমআর নামাজ পর পরিবারের লোকজন তাদের বাড়িতে ২জনকেই খুঁজে না পেয়ে পুকুরে খুঁজতে গিয়ে লাশ পায়। তাঁদের এই মমার্ন্তিক মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইটালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম ঘটনার সত্যটা স্বীকার করে জানান, খুবই বেদনাদায়ক ঘটনা। মর্মাহত, ঐ পরিবারকে সরকারীভাবে সহযোগিতা করার চেষ্টা করা হবে। আমি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছি।
সিংড়া থানা অফিসার ইনচার্জ নুর-এ আলম সিদ্দিকী জানান,খবর পাওয়া পর পরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply