নিজস্ব প্রতিবেদক:চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, নাচোল উপজেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, নাচোল শাখার সম্মানিত সভাপতি জনাব, ব্রজেন্দ্রনাথ মাহতো এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ও গোমাস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, আলঃ মোঃ হুমায়ুন রেজা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন -বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি ও জেলা পরিষদ সদস্য জনাব,হোসনে-আরা-পাখি, সাধারণ সম্পাদক জনাব,মোঃ আব্দুল বাসির, সাংগঠনিক সম্পাদক জনাব,মোঃ হেলাল উদ্দিন,বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, নাচোল উপজেলা শাখার সহ-সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব,জান্নাতুন নাইম মুন্নী, সহ-সভাপতি নাচোল উপজেলা শাখা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব, মোঃ মতিউর রহমান, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক জনাব, গোলাম মোস্তফা (সহঃশিক্ষক), নাচোল উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি জনাব,মোঃ আবুল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন -মোঃ আব্দুল বাসির, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ ও নাচোল উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (বুলেট)।
এরপর একে একে অতিথিরা শোক দিবসের ইতিহাস গাঁথা নিয়ে আলোকপাত করেন। সভাশেষে কলঙ্কময় ১৫ আগষ্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু সহ সকল শহীদদের রুগের মাগফিরাত কামনা করে ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- জনাব, মোঃ আজিজুল হক (প্রভাষক), প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেলা শাখা এবং সাংগঠনিক সম্পাদক, নাচোল উপজেলা শাখা।
Leave a Reply