নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে রোববার বেলা সাড়ে ১২ টার দিকে ৭০০ পিচ বুপ্রনোরফাইন
ইঞ্জেকশনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।
আটককৃতরা পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের মসজিদপাড়া মহল্লার মৃত কোহিনুর
খলিফার ছেলে মো. রবিউল ইসলাম সুইট (৩২) ও মৃত এমাজউদ্দীনের ছেলে মো. কবির
(৫০)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, গোপন
সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ৭০০
পিচ বুপ্রনোরফাইন ইঞ্জেকশনসহ হাতেনাতে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা চলমান আছে বলেও জানান ওসি ইদ্রিস
আলী।[কপোত নবী-১৮-৮-১৯]
Leave a Reply