মোঃ নাসিম, নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের নজদারির পর ও থামছেনা মাদকের ব্যবসা। ফলে আতংকিত হয়ে পড়ছে অভিভাবকরা। বেশির ভাগ তরুুন যুবকরাই এই ভয়াবাহ ইয়াবা ব্যবসার সাথে ঝুঁকছে। পুলিশ মাদক ব্যবসায়ীদের ধরতে গোপনে কিংবা প্রকাশ্যে মাদকের স্পোর্ট গুলোতে অভিযান চালালে ও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মাদকের গডফাদার। কে এই মাদকের গড ফাদার যে তরুন যুবকদের হাতে তুলে দিচ্ছে ইয়াবা! সুশিল সমাজ মনে করছে শুধু পুলিশের উপর নির্ভর করে থাকলে হবে না পুলিশি অভিযানের পাশাপাশি প্রতিটি পরিবারের কর্তাদের সচেতন হতে হবে। ছেলে কি করে,কোথায় যাই, মাদকের সাথে জড়িয়ে পড়ছে নাকি তা খতিয়ে দেখতে হবে। সমাজের প্রতিটি মানুষ কে মাদকের কুফল সম্পর্কে সচেতন হতে হবে। অন্যথায় নাচোলে মাদকের এই ভয়াবাহতা চলতে থাকবে।
এদিকে নাচোলে রোববার রাতে ৭৫০পিস ইয়াবা সহ এক যুবক কে আটক করেছে নাচোল থানা পুলিশ। আটককৃত যুবক হচ্ছে নেজামপুর ইউপির মুসলিমপুর গ্রামের মুনসুর রহমানের ছেলে রাহিম (২১)। নাচোল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে এসআই নুরনবী ও এএসআই জয়নাল আবেদিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গত রোববার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার নেজামপুর ইউপির রেলস্টেশন পাড়ার জুয়েল ওরফে জেবুলের বসত বাড়ীর সন্নিকটে মুনসুর রহমানের ছেলে আব্দুর রাহিম কে ৭৫০পিস ইয়াবাসহ আটক করি। আটককৃত আব্দুর রাহিম ইয়াবা ব্যবসার সাথে জড়িত আছে বলে স্বীকার করেন। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।) অন্যদিকে রোববার দুপুর ১২টার দিকে নাচোল পৌর এলাকার দেওপাড়া গ্রামের তেলের মিলের পাশ থেকে উপজেলার গোপালপুর গ্রামের মন্টু ইসলামের ছেলে সেলিম হোসেন(২০) কে নাচোল থানার এএসআই জয়নাল আবেদীনসহ সঙ্গীয় ফোর্স ৯০পিস ইয়াবাসহ আটক করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত দুদিনে নাচোলে প্রায় নয় শ পিছ ইয়াবা উদ্ধারে তদন্ত ওসি মিন্টু কে ধন্যবাদ জানিয়েছে সচেতন মহল। তবে পুলিশ কে মাদকের বিরুদ্ধে আরো স্বোচ্ছার হওয়ার আহম্বান করেছে এলাকাবাসী।
Leave a Reply