স্টাফ রিপোর্টার : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম
শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার হরিপুর ১নং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমূহ এই দোয়া
মাহফিল ও শোকসভার আয়োজন করে।
এ সময় ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর
আওয়ামী লীগের সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ
জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. গোলাম রাব্বানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. জিয়াউর রহমান তোতা এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি
প্রয়াত আওয়ামী লীগ নেতা ডা. আ আ ম মেসবাউল হক বাচ্চু ডাক্তারের সুযোগ্য সন্তান আওয়ামী লীগ নেতা মেসবাউল সাকের জ্যোতি।
বক্তারা জাতির জনকের জীবনের বিভিন্ন দিক আলোচনা করে বলেন, বঙ্গবন্ধু না থাকলে যেমন বাংলাদেশ নামক স্বাধীন স্বার্বোভৌম দেশের সৃষ্টি হতনা ঠিক তেমনি তার সুযোগ্য কণ্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে স্বাধীন স্বার্বোভৌম বাংলাদেশের উন্নতিও হতোনা। আর তাই বঙ্গবন্ধুর
খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের আইনের আওতায় নিয়ে আসতে এবং সকল ভেদাভেদ
ভুলে দেশের উন্নয়নে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান বক্তারা।
অনুষ্ঠানে রহনপুর ইউসুফ আলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও পৌর আওয়ামীলীগের ৮
নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মেহেদুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিল ও শোক সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মো.
নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর
মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. তাজিবুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শাজাহান আলী, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদ হোসেন রানা, ৪ নং ওয়ার্ড সভাপতি শফিকুল আলম, জেলা পরিষদ সদস্য মো. আব্দুল হাকিম, জেলা যুবলীগের
সাবেক সহ-সভাপতি মো. আবু শামীম নান্টু, থানা যুবলীগের সহসভাপতি শাহনেওয়াজ
দুলাল, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান বিশ্বাস, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফয়সাল আহমেদ এবং আওয়ামী লীগ নেতা এস এম কামালসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শোকসভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৭৫ সালে হায়েনাদের হাতে নৃশংসভাবে নিহত তার পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা
করে দোয়া করা হয়। পরে ওই এলাকার ১হাজার জন দু:স্থ অসহায় নারী পুরুষের মাঝে দুপুরের খাবার
বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. গোলাম রাব্বানী।[ কপোত নবী]
Leave a Reply