সোমবার বিকাল ৫ টায় বিদিরপুর যুব সংঘ বনাম তোফায়েল সৃতি সংঘ ফাইনাল খেলায অনুষ্ঠিত হয়। খেলায় তোফায়েল সৃতি সংঘ জয়লাভ করে।
খেলায় প্রথম গোল দেন তোফায়েল সৃতি সংঘ কিছুক্ষণ পরে গোল দেন আলীনগর যুব সংঘ। নির্ধারিত সময়ে ১-১গোলে সমতা হলে সরাসরি ট্রাইব্রেকারে ৫-৪গোলে তোফেল উদ্দিন স্মৃতি সংঘ চাম্পিয়ন হয়।
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মো. ইকবাল হোছাইন পিপিএম, বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. তফিকুল ইসলাম তোফা, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজের অধ্যক্ষ ইউপি চেয়ারম্যান মো. এজাবুল হক বুলি, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মো. মোসতাক আহমেদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. মনিরজ্জমান মনির।
খেলায় সভাপতিত্ব করেন জেলা ক্রিড়া সংস্হার যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজমল হোসেন, খেলায় ধারাভাষ্যকার ছিলেন জাসদ ছাত্রলীগের সসভাপতি আব্দুল মজিদ।
ম্যান অফদা ম্যাচ নির্বাচিত হন তোফায়েল উদ্দিন স্মৃতি সংঘের গোলকিপার নূর এবং সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন একই দলের শিশির। [কপোত নবী]
Leave a Reply