নিজস্ব প্রতিবেদক :
স্বামী-সন্তানহারা অসহায় সেই মেরেজান বেগমের পাশে দাঁড়িয়েছে ‘আদর্শ ডেন্টাল এইড’।
খাদ্যসামগ্রী দেয়ার পাশাপাশি মেরেজানের দাঁতের যেকোনো সমস্যায় বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল শনিবার এমন ঘোষণা দিয়ে মেরেজানের সহযোগিতায় হাত বাড়িয়ে দেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ডেন্টিস্ট মোহাম্মদ মিসবাহুল হক। সেই ঘোষণা অনুযায়ী আজ রবিবার দুপুরে মেরেজানকে মুরগি, চাল-ডাল, সেমাই-চিনিসহ আরও বেশ কয়েকধরণের খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এর আগে গত শুক্রবার রাজশাহীর পবা উপজেলার শিতলাই গ্রামের অসহায় মেরেজান বেগমকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সেটি বিভিন্নজনের নজরে আসে। তারপরই এগিয়ে আসলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ‘আদর্শ ডেন্টাল এইড’ নামে দাতের চিকিৎসা প্রদানকারী স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি।
এবিষয়ে আদর্শ ডেন্টাল এইডের স্বত্বাধিকারী মোহাম্মদ মিসবাহুল হক বলেন, বৃদ্ধা বয়সে জীবন নিয়ে যুদ্ধকারীকে স্যালুট জানাই। অনেকে এ বয়সে ভিক্ষা করে। কিন্তু তিনি তা করেননি। তাই ভাবলাম, ভিক্ষুককে তো দিয়েই থাকি। কিন্তু এই অসহায় ব্যক্তি আমাদের কারো কাছে হাত পাতেননি। আসলে তিনিই উপহার পাবার যোগ্য। সেজন্য তাকে কিছু দেওয়া।’
Leave a Reply