এ আই রবি, ব্যুরো প্রধান রাজশাহী:
রাজশাহীর বাঘা উপজেলায় প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে এলডিডিপি প্রকল্পের আওতায় (এলএসপি) দের বাইসাইকেলে বিতরণ করা হয়েছে ।
বুধবার(২৭মে) দুপুরে প্রাণিসম্পদ দপ্তর এ আয়োজিত এক অনুষ্ঠানে ৬(ছয়) জন (এলএসপি) দের মাঝে এ বাইসাইকেলে বিতরণ করা হয়েছে।
এ সময় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম বলেন, মহামারী করোনা পরিস্থিতিতে সারাদেশে যখন স্থবিরতা নেমে এসেছে ঠিক তখনও এই কঠিন সময়েও থেমে নেই এই প্রাণী সম্পদ দপ্তরের সকল কর্মকাণ্ড নিয়মিত উপস্থিত রয়েছেন এ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। সরকারী নির্দেশে গরু-ছাগল, হাস, মুরগীসহ প্রাণী চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করছেন।
ভেটেরিনারি সার্জন ডাঃ রোকনুজ্জামান বলেন, প্রাণী সম্পদ সেবায় অনড় তারা। খামারী প্রশিক্ষণ, ছোট-বড় খামারীর বাড়ী বাড়ী গিয়ে সেবা প্রদান এবং মুঠোফোনেও প্রাণপনে সেবা দান করে যাচ্ছেন তারা। আমরা শুধু তাই নয় আমরা সপ্তাহের প্রতি বুধবার ছাগল খোজাকরন কার্যক্রম পরিচালনা করে থাকি। এছাড়াও আমরা প্রাণিসম্পদ দপ্তর এ আসা প্রতিটি গৃহপালিত পশুদের অতি আন্তরিকতার সহিত সেবা প্রদান করে থাকি।
লাইভষ্টক এক্সটেনশন অফিসার আব্দুল মালেক বলেন, উপজেলার ৬টি ইউপিতে কর্মরত ৫ জন পুরুষ ও ১জন মহিলা এলএসপির মাঝে বাইসাইকেলে বিতরণ করা হয়েছে। তবে লোক নিয়োগ না থাকায় গড়গড়ি ইউনিয়নে বাইসাইকেলে বিতরণ হয়নি বলেও জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ রোকনুজ্জামান, লাইভষ্টক এক্সটেনশন অফিসার আব্দুল মালেক, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, আঃ রশিদ ও সোহেল রানাসহ সকল কর্মচারীবৃন্দ।
এদিকে সেবা গ্রহণ করতে আসা মনিগ্রাম ইউনিয়নের মহাদিপুর এলাকার একজন সেবা গ্রহীতা হাসনা হেনা বেগম বলেন, আমার ছাগলের শরীরে প্রচন্ড জ্বর ছিল কয়েকদিন ধরে গ্রামে অন্য চিকিৎসা নিয়ে ভালো না হওয়ায় আজ আমি ছাগল নিয়ে এখানে এসেছি এখানে ডাক্তারগন অতি আন্তরিকতার সহিত ছাগলের জ্বর পরিমাপ করে প্রয়োজনীয় ইঞ্জেকশন প্রদানসহ খাবার ঔষধ প্রদান করে এ ধরনের সেবা পেয়ে আমি খুশি। এর আগেও কয়েকজন গরু নিয়ে চিকিৎসা সেবা গ্রহীতা গনের কাছে শোনা যায় তারা প্রাণিসম্পদ দপ্তরের এ ধরনের চিকিৎসা সেবা পেয়ে খুশি। ভবিষ্যতে যেন এ ধরনের সেবা অব্যাহত থাকে এই প্রত্যাশা করেন তারা।
Leave a Reply