নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পাঠানপাড়ার এমপির বাসভবনে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব মো. হারুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর মো. আব্দুল বারেক, বিএনপি নেতা মো. সামিরুল ইসলাম পলাশ।
আরো উপস্থিত ছিলেন,
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, মো. ইউসুফ রাজা,
পৌর ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম সহ বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এবং অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়াও বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জীবনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। -কপোত নবী।
Leave a Reply