এবারের এসএসসি পরীক্ষায় এ প্লাস করেছেন উম্মে আইমান হুমাইরা শ্যামা। রাজশাহী লক্ষীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এস এস সি পরীক্ষায় অংশ নেয়। রবিবারের ফলাফলে এ প্লাসের খবরে উম্মে আইমান হুমাইরা শ্যামার বাবা ভোলাহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও মহানন্দা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মইনুল ইসলাম,ও মাতা সুরাইয়া ডলি আনন্দিত হয়ে উঠেন।
শ্যামা বড় হয়ে ডাক্তার হতে চাই। তার বাড়ী ভোলাহাট উপজেলার পোল্লাডাংগা গ্রামে৷
তার সাফল্যের পিছনে শিক্ষক ও বাবা -মার অবদান অনেক বেশি বলে জানান। তিনি নিয়মিত পড়াশোনা করতেন । শ্যামা উচ্চ শিক্ষা গ্রহণ করে মানুষের মত মানুষ হয়ে ডাক্তার হতে চান। তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য শ্যামা ২০১৪ সালে মহিষ বাথান সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে জিপিএ-৫ ও ২০১৭ সালে পোল্লাডাংগা দিনমোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেনণীতে গোল্ডেন -প্লাস কৃতিত্বের সাথে অর্জন করেন।
Leave a Reply