রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর বাগমারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার রাতে
বৈদ্যুতিক যন্ত্র দিয়ে কাঠের কাজ করার সময় তার মৃত্যু হয়।
ওই মিস্ত্রির নাম বেলাল হোসেন (৫৫)। তিনি উপজেলার মাড়িয়া ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, কাঠমিস্ত্রি বেলাল যাত্রাগাছি বাজারে ১০ বছর ধরে কাঠ দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে আসছিলেন। তবে বর্তমানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে খুব অল্প সময়ে অধিক তৈরির আশায় কাঠ চাঁচাছোলার জন্য একটি বৈদ্যুতিক যন্ত্র কিনেন।
আসবাবপত্র তৈরির কাজের জন্য যন্ত্রটি বৈদ্যুতিক সংযোগ দিয়ে চালু করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। বাগমারা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমানুল্লাহ আমান
Leave a Reply