নিজস্ব প্রতিবেদক:
ভোলাহাট উপজেলায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ভোলাহাট উপজেলার স্বাস্থ ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, ৮ জুন পাঠানো ৭৩ জনের রিপোর্ট ১০ জুন বুধবার আসে। তার মধ্যে ৬ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। বাঁকি ৬৭ জন নেগেটিভ।
নতুন পজেটিভ আসা ৬ জন হচ্ছে, ভোলাহাট সদর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের উম্মে কুলসুম (২০), গোহালবাড়ি ইউনিয়নের কানারহাট গ্রামের রিনা (৩৫) ও সিফাত(২০), রাধানগর গ্রামের আজম(৫৫), বজরাটেক গ্রামের বাবর আলী(৫০), জামবাড়িয়া ইউনিয়নের কালিনগর গ্রামের মেরিনা (৩৬)।
ডা. আব্দুল হামিদ জানান, এ পর্যন্ত ৩ শত ৪২ জনের নমুনার সংগ্রহ করা হয়েছে। ৩শত ২৬ জনের রিপোর্ট নেগেটিভ। এ নিয়ে উপজেলায় ১০ জনের করোনা শনাক্ত হলো। এখনও ৬টি রিপোর্ট পেন্ডিং আছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪ জন।
Leave a Reply