ভারতের লখনউ মেট্রোতে ওঠার সময়ে একই পরিবারের পাঁচজন মহিলাকে বোরকা খুলতে বলা হয়। তারা সেই নির্দেশ মানতে রাজি না হওয়ায় মেট্রোয় উঠতে বাধা দেয়া হয় বলে জানা গেছে। মঙ্গলবার মাইওয়াইয়া স্টেশন থেকে তারা মেট্রোয় উঠতে গেলে তাদের বোরখা খুলতে বলা হয়। তারা বলেন, কোনো মহিলা নিরাপত্তা রক্ষী চাইলে তাদের সার্চ করতে পারেন, কিন্তু বোরকা খোলার প্রশ্নই ওঠে না। সেই সময়ে স্টেশনে কোনো মহিলা নিরাপত্তা রক্ষী না থাকায় মেট্রোয় ওঠার অনুমতি দেয়া হয় না ওই পাঁচজনকে। এর পর তারা টিকিটের টাকা ফেরত নিয়ে চলে আসেন।
পরিবারের মহিলাদের থেকে এই অভিজ্ঞতা শুনে লখনউ মেট্রো রেল কর্পোরেশনকে লিখিত অভিযোগ জানিয়েছেন পরিবারের প্রধান মাজ আহমদ। লখনউ মেট্রোর জনসংযোগ কর্মকর্তা পুষ্পা বেলানি জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং সেদিন ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply