হেরোইনসহ মাদক রাণী বুলবুলি আটক – সংগৃহীত
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩১ গ্রাম হেরোইনসহ মাদকের রাণী বুলবুলি (৩০) কে আটক করেছে। গত শুক্রবার দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলার চকাদিন আলোপাড়া নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। বুলবুলি ওই গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।
ডিবি পুলিশ জানায়, এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলার চকাদিন আলোপাড়া গ্রামে তার বাড়িতে শুক্রবার দুপুরে অভিযান চালানো হয়। অভিযানে বুলবুলিকে আটকসহ ৩১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা একটি মামলা দায়ের হয়েছে।
রাণীনগর থানার পুলিশ জানায়, আটক বুলবুলি চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাণীনগর থানায় ৭/৮টিরও বেশী মাদক মামলা রয়েছে। গতকাল শনিবার নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply