কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জে পুলিশ ও গোয়েন্দা পুলিশ(ডিবি)র অভিযানে ৪ হাজার ৪০০ পিচ ইয়াবা বড়িসহ ২ জব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর চামা গ্রামের মোহাম্মদ মনসুর আলীর ছেলে মোহাম্মদ মকবুল হোসেন (৩৫) ও একই উপজেলার বহরম গ্রামের মাইনুলের ছেলে শাহাদাত (৩০)।
এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় ২৫ আগস্ট রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে শেখটোলা রবুর আম বাগানে অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবা বড়িসহ হাতেনাতে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ২৭ আগস্ট মঙ্গলবার ৩ টার দিকে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে উজিরপুর অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে ৪ হাজার পিচ ইয়াবা বড়িসহ মকবুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পৃথক ২ টি ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলে জানান, এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম।
Leave a Reply